সরাইলে’স্বর্ণ ছিনতাইকারী আটক

0 1

মোহাম্মদ মাসুদ ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলোচিত ১৮০ ভরি ও নগদ টাকা ছিনতাইকারীর চক্রের সদস্য মোঃ সোহান মিয়াকে(৩০) আটক করেছে সরাইল থানা পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেই সরাইলের আলোচিত ১৮০ ভরি ও নগদ টাকা ছিনতাইকারী চক্রের সদস্য উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বন্দেরহাটি পাড়ার রবি মিয়ার ছেলে মোঃ সোহান প্রকাশ সোহিন(৩০), নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ঘটনার সত্যতা অকপটে স্বীকার করে ঘটনার সহিত জড়িত অপরাপর আসামী এমরান, ছাইদুর ও পলাতক আসামী শাহীনের নাম প্রকাশ করেছে।
ঘটনার পর গত ১৬ নভেম্বর ২০১৮ খ্রিঃ ১৬.১০ ঘটিকায় বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকা হতে আসামী এমরান ও ছাইদুরকে গ্রেফতার করার পর তাহাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ১৪১ ভরি ১২ আনা স্বর্ণ সরাইল উপজেলার সদর ইউনিয়নের বনিক পাড়া নিত্য তলাপাত্রের বাড়ীর কলামুড়া সংলগ্ন মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares