মনোনয়ন দেয়ার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন

0 0

pp2
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়ার বিরুদ্ধে রাজাকারের সন্তান অভিযোগ এনে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হারুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন গণজাগরণ মঞ্চের আহবায়ক জিয়া কান্দার প্রমূখ। বক্তারা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগরে হরিপুর ইউনিয়নে রাজাকারের পুত্রকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না দেয়ার আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্বরোড গোল চত্বর এলাকা প্রদক্ষিণ করে। এতে যানচলাচলে কিছুটা ব্যাঘাত ঘটে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares