পুলিশি বাধার মুখে সরাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 1

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশি বাধাঁর মুখে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা যুবদল নেতা নূরুল আমিন মাস্টার, নুর আলম ও আবু সুফিয়ান এর নেতৃত্বে উপজেলা সদরের হাসপাতাল মোড় সংলগ্ন সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু,উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ উল্লাহ মৃধা প্রমুখ।
এ সময় বক্তাগণ নবীনগর উপজেলা যুবদলের শান্তিপূর্ণ কর্মীসভায় পুলিশি হামলায় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার জাকির হোসেন সিদ্দিকীসহ কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডি এম দুলাল, যুবদল নেতা জুয়েল মুন্সী, পলাশ, খোকন, জালাল, তানভীরসহ যুবদলের কয়েকশত নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষেএ সময় আনুষ্ঠানিকভাবে কেক কেটে সকলের মাঝে বিতরন করা হয়।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশি বাধাঁর মুখে পড়ে। উপস্থিত নেতা-কর্মীদের সাথে এসময় পুলিশের কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছিনিয়ে নেয়। পরে ব্যানার ছাড়াই পুলিশের উপস্থিতিতে সমাবেশস্থল থেকে একটি র‌্যালি বের হয়ে সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের হাসপাতাল মোড়ে এসে র‌্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares