পিকআপভ্যান চাপায় বুধন্তী ইউপি যুবলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ নিহত
মো: মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপভ্যান চাপায় যুবলীগ নেতা শাহজাহান আল মাহমুদ নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওসমান গনির ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানা অফিসার ইনচার্জ কে, এম মনিরুজ্জামান চৌধুরী জানান, রবিবার বিকাল তিনটার দিকে সিলেট অভিমুখী একটি পিকআপ ভ্যান কুট্টাপাড়া এলাকায় মোটর সাইকেলটিকে চাপা দিলে আরোহী শাহজাহান আল মাহমুদ (৫০)দুর্ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে।