দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ায় বাহার মোল্লাকে সরাইল প্রেসক্লাবের অভিনন্দন

0 2

bahirসরাইল প্রতিনিধিঃজেলা থেকে প্রথম প্রকাশিত “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ায় মোঃ বাহার মোল্লাকে অভিনন্দন জানিয়েছে সরাইল প্রেসক্লাব। গতকাল বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে অভিনন্দন জানানো হয়। বাহার মোল্লা দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি, রেডক্রিসেন্টের কার্য-নির্বাহী সদস্য, জেলা শিল্পকলা একাডেমি, সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের পরিচালক। সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, কার্য-নির্বাহী সদস্য মো: সামছুল আরেফিন ও মোহাম্মদ মাসুদ। বক্তারা বলেন, সরাইল উপজেলার পানিশ্বরের কৃতি সন্তান বাহার মোল্লা স্বচ্ছ সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সৎ নিষ্টাবান সাংবাদিকদের পক্ষের বলিষ্ট কন্ঠস্বর বাহার মোল্লার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares