কালীকচ্ছ শহিদ মিনারে বিনামূল্যে ১৫০ জনকে রক্তের গ্রুপ নির্ণয় করে ”আত্মতা ”

0 2

এর আগে ওরা জানতো না তাদের রক্তের গ্রুপ কী। রক্তের গ্রুপ নির্ধারণের ইচ্ছে থাকলেও সেরকম সুযোগ না আসায় হয়ে ওঠেনি। অবশেষে তাদের রক্তের গ্রুপ জানার সুযোগ করে দিয়েছে ”আত্মতা ” নামের একটি সেবামূলক সংগঠন।

সরাইল উপজেলা এ সংগঠনটির আয়োজিত ক্যাম্পেইনে ১৫০ জন ব্যক্তি জানতে পেরেছে তাদের রক্তের গ্রুপ।

শুক্রবার (০২ নভেম্বর) কালীকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পেইন’র আয়োজন করা হয়।

ক্যাম্পেইন চলাকালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা ও ”আত্মতা ” সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সকাল ৯টা শুরু করে ১২ পর্যন্ত এই ক্যাম্পেইনে ১৫০ ব্যক্তিবে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নাম তালিকাভুক্ত করা হয়। এখানে ১৮ জন শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয়ে কাজ করছেন ।

সংগঠনের সভাপতি রেদোয়ান করিম বলেন, একটি মানবিক সমাজ গড়ে তোলার তাগিদে, রক্তের অপ্রতুলতাজনিত সমস্যা দূরীকরণে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন বিশেষ ভূমিকা পালনে সক্ষম বলে মনে করি আমরা। তাই ভবিষ্যতেও ”আত্মতা ” ক্যাম্পেইন’র ব্যানারে পর্যায়ক্রমে সরাইল সহ-সারাদেশে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা চালু থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares