ইউপি নির্বাচন:: সরাইলে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ

0 2

jpsarailমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সোমবার বিকেলে উপজেলার কালিকচ্ছ বাজার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে প্রধান অতিথি থেকে ফরম বিতরণ করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট লেখক এডভোকেট জিয়াউল হক মৃধা। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রহমত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম সদস্য সচিব জিয়াউর রহমান লাভলু, এমদাদুল হক সালেক সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এড. জিয়াউল হক মৃধা এমপি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার জনগন যেন নির্বিঘেœ ভোটের মাধ্যমে তাদের পছন্দের লোককে জনপ্রনিধি নির্বাচিত করতে পারে নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা কারার আহবান জানান। কোন ধরনের কারচুপি করা হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

পরে প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়নের জতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন। এর আগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares