আশার উদ্যোগে চুন্টায় ৩দিন ব্যাপী ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্টিত

0 2

বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে সরাইল উপজলোর চুন্টায় গত ১৬-১৮ এপ্রিল ৩দিন ব্যাপী বিশেষ ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

১৬ এপ্রিল সংস্থার ব্রাঞ্চ কার্যালয়ে প্রধান অথিতি হিসেবে ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.এস.এম মোসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আহাদ, ডিস্ট্রক্ট ম্যানেজার- আশা বি-বাড়িয়া জেলা,৩ নং চুন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্জ্ব ইঞ্জিঃ মোঃ শাহজাহান মিয়া,এইস সি একাডেমির প্রধান শিক্ষক জনাব মো: হাবিবুর রহমান,আশা সরাইল ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ কাউছার মিয়া, চুন্টা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো:মনরিুল হক, সভাপতিত্ব করেন আশা- সরাইল অঞ্চলের আরএম জনাব শরীফ উদ্দিন আহমেদ ।এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, আশার সেবামূলক কাজের জন্য আশার কর্তৃ পক্ষকে ধন্যবাদ জানান।

আশার জেলা ব্যবস্থাপক জনাব আব্দুল আহাদ সংক্ষিপ্ত বক্তিতায় বলেন, আশা ব্রাহ্মণবাড়িয়া জেলায় লক্ষাধিক মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরনের পাশাপাশি স্বাস্থ্য সহায়তা,স্বাস্থ্য সচতেনতা, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন ,শীত বস্ত্র বিতরন ,চক্ষু শিবির ,ফিজিও থেরাপী ক্যাম্প ইত্যাদি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares