পাচশত পিচ ইয়াবা উদ্ধার । এক জন গ্রেফতার
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্য মেড্ডা এলাকার এম এ মন্নানের এর বসত ঘরে র্র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান –৯ শুক্রবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পাচশত পিচ ইয়াবা উদ্ধার করে। রাব ৯ ভৈরব এর অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দীকির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্বিতে(বিশেষ সোর্সের মাধ্যমে) বিশেষ অভিযানে ইয়াবার কয়েকটি প্যাকেট উদ্ধার করে ।এ সময় মোঃ আল রাজিব (৩৫) নামে এক জনকে গ্রেফতার করা হয়। |