হরতালকে কেন্দ্র করে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া(ভিডিও)

0 2

১৫ টি বোমার বিস্ফোরণ,রেল লাইনের স্লিাপর সহ দুই মোটরসাইকেলে আগুন, শহরে আতঙ্ক


মনিরুজ্জামান পলাশ ও সুমন নূর : মঙ্গলবারের বিএনপির ডাকা পূর্ণ দিবস হরতালকে কেন্দ্র করে সোমবার বিকেলে থেকে অশান্ত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া। সন্ধ্যায় শহরের টি.এ রোডে কমপক্ষে ১০-১৫ টি হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় রেলগেট এলাকায় রেল লাইনের স্লিপারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি মোটর সাইকেলে আগুন ও একটি ইজিবাইক ভাংচুর করছে তারা। এ ঘটনায় পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। দোকান পাট ও যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর এক দল যুবক “হরতাল হরতাল” স্লোগানে মিছিল নিয়ে রেলগেইট এলাকা থেকে বের হয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা একটি ইজিবাইক ভাংচুর করে এবং দুটি মোটর সাইকেলেও আগুন ধরিয়ে দেয়। স্থানীয় জনগণ সাথে সাথে তা নিভিয়ে ফেলে। এ ছাড়া রেল লাইনে ও টায়ারে কেরোসিনে দিলে আগুন দিলেও পুলিশ তা নিভিয়ে ফেলে।

ঘটনার পর পর পুলিশের উর্ধত্বন কর্মকর্তারা ঘটনা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। বর্তমানে শহররে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares