অনুকুল ঠাকুরের জন্ম বার্ষিকীতে দুদিন ব্যাপি উৎসব

0 0

প্রতিবেদক :   সাধক শ্রী শ্রী অনুকুল ঠাকুরের ১২৫তম জন্ম বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেড্ডাস্থ সৎ সঙ্গ বিহারে দুই দিনব্যাপি মহাহোৎসবের আয়োজন করে জেলা সৎসঙ্গ কমিটি। শুক্রবার রাতে সমাপনী ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীএমপি। সৎ সঙ্গের জেলা আহবায়ক সুকুমার চন্দ্র সাহার সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী বিবর্ধন রায় ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতিক, জাতীয় পরিষদ সদস্য শেখ কুতুব হোসেন, ত্রিপুরার ঋত্বিক দেবতা, সুধাংশু রঞ্জন দেব, সুমন কল্যাণ সাহা, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান শরীফ। উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব বিজয় রায়ের পরিচালনায় দুদিনের উৎসবের কর্মসূচীতে ছিল উষা কীর্তন, সমবেত প্রার্থনা, পালা কীর্তন, অমর সঙ্গীত, নহবত সানাই বাদন, নাম জপ,নান্দি পাঠ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares