সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন

0 0
প্রতিবেদক : গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মো. তারিকুল ইসলাম সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. হেলাল উদ্দিন যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া শরীর চর্চা শিক্ষক এ এইচ গোলাম আরিফ কোষাধ্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এ সময় কলেজের অধ্যক্ষ কাজী মো. মোস্তফা জালাল, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares