রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ও মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটাক্ষ বরদাশত করা হবে না-ওলামা মাশায়েক

0 0

সুমন নূর : বাংলাদেশে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে তথাকথিত ব্লগারদের ইসলাম, মুসলমান, আল্লাহ, নবী-রাসুল এবং ইসলামী শরিয়াহর বিভিন্ন বিধানাবলী নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ ও বিষোদগার করায় ব্রাহ্মণবাড়িয়ার ওলামা মাশায়েকরা এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ইসলাম বিরোধী ব্লগসমূহ বন্ধ ও ব্লগারদের  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। বক্তারা বলেন, মহান আল্লাহ, পবিত্র ইসলাম ধর্ম, সালাত, সিয়াম, মেরাজ, হজ্ব, যাকাত সহ ইসলামী বিভিন্ন বিধান এবং হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে শাহবাগের নাস্তিক ব্লগারদের কটুক্তি বাংলাদেশের তৌহিদী জনতার হৃদয়ে ক্ষোভের সঞ্চার করেছে। তাই সময় এসেছে এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমগ্র তৌহিদী জনতা জেলায় জেলায় ইসলামী মঞ্চ আয়োজন করে নাস্তিক মুরতাদ ও ধর্ম বিদ্বেষীদের স্বরূপ উদঘাটন করে তরুণ প্রজন্মকে এদের হাত থেকে রক্ষা করা।

আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী আলাম্মা মনিরুজ্জামান সিরাজীর এর সভাপতিত্বে আব্দুল কুদ্দুছ মাখন মুক্ত মঞ্চে এ বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা নুরুল ইসলাম, , মাওলানা সাজিদুর রহমান সাহেব, মুফতি মোবারক উল্লাহ, মুফতি আব্দুর রহিম, মাওলানা হাফিজ সাহাব উদ্দিন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা নিয়ামত উল্লাহ, হাফিজ মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুর রহিম প্রমুখ। এ রিপোর্ট লেখা পযন্ত সমাবেশ চলছে। ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares