মহিউদ্দিন নগরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত
সুমন নূর : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন ক্রীড়া সংগঠক ও ঠিকাদার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার মহিউদ্দিন নগর নামক স্থানে। নিহতের নাম মোঃ আনোয়ারুল আজিম বুরু-(৩৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাগানবাড়ির মরহুম আব্দুর রহিমের পুত্র। নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে ঠিকাদার আনোয়ারুল আজিম বুরু মোটর সাইকেল নিয়ে সাইট দেখতে কসবা উপজেলায় যাওয়ার পথে সদর উপজেলার মহিউদ্দিন নগর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ফ্রেন্ডস কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (পিরোজপুর ট-১১-০০৫৬) তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা নেয়ার পথে দুপুরে সে নরসিংদী এলাকায় মারা যায়। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। ঠিকাদার আনোয়ারুল আজিম এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রবের সাথে যোগাযোগ করলে তিনি দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা কাভার্ড ভ্যানটি আটক করেছি। |