ব্র্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডস কর্মরতার দু’হাতের রগ কেটে ছিনতাই

0 0

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ড কর্মকর্তার দুই হাতের রগ কেটে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার ভোরে শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সন্নিকটের বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। গুরুতর আহত বিজিএফসিএল’র প্রজেক্ট ম্যানেজার হাজী নূরুল ইসলামকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানীর প্রধান কার্যালয়ের প্রজেক্ট ম্যানেজার হাজী নূরুল ইসলাম ভোরে ব্র্াহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে রিকশাযোগে কোয়ার্টাওে ফিরছিলেন। বিরাসার চৌরাস্তার মোড়ে পৌঁছার পর ৪/৫জনের মুখোশধারী সশস্ত্র ছিনতাইকারী রিকশার গতিরোধ করে একের পর এক ছুরিকাঘাত শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা নূরুল ইসলামের দুই হাতের রগ কেটে ফেলে সবকিছু কেড়ে নিয়ে য়ায়। ঘটনাস্থলের সন্নিকটে দায়িত্বরত পুলিশ এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরন করে।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রব  জানান, ‘ওখানে দায়িত্বরত পুলিশরা বিকল্প মহাসড়কের দয়িত্বে নিয়োজিত ছিল। তারা এই জেলার পুলিশ নয়, তাই হয়তোব তারা এগিয়ে যায়নি।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares