ব্রাহ্মণবাড়িয়া পৌরভবনে দুঃসাহসিক চুরি

0 0
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া পৌরভবনের চারটি স্টিল আলমারি ভেঙ্গে এক লাখ টাকা চুরি হয়েছে।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নৈশপ্রহরী মাইনউদ্দিনকে (৪০) আটক করেছে।

পৌরসভার দারোয়ান আব্দুর রহিম জানান, সকাল পৌনে সাতটার দিকে পৌর ভবনের পশ্চিম দিকে জানালায় দড়ি ঝুলে থাকতে দেখে বিষয়টি তিনি হিসাব রক্ষক কর্মকর্তাকে জানান।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, রাতে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে সিড়ি বানিয়ে জানালার গ্রিল কেটে প্রথমে বাজার পরিদর্শকের কক্ষে ঢুকে দুটি স্টিলের আলমারি ভেঙে কাগজপত্র তচনচ করে ও নগদ ৩০ হাজার টাকা নেয়।

এরপর ওই কক্ষের দরজা ও তালা ভেঙে  কোষাধ্যক্ষ ও হিসাব রক্ষক কর্মকর্তার কক্ষে ঢুকে সিডিউল বিক্রির ৬০ হাজার টাকা নেয়। পরে ওই কক্ষের আলমারি থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র হেলালউদ্দিন জানান, জানালার গ্রিল ও স্টিলের আলমারি ভেঙে এক লাখ টাকা চুরি হয়েছে। তবে অন্য কিছু খোয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares