ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ

0 1

প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা বিএনপি’র সভাপতি এম, ইলিয়াস আলী গুমের ঘটনা দেশব্যাপী নেতাকর্মীদের নামে মামলা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুপুরে স্থানীয় জেলা পরিষদে সম্মুখ থেকে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আলহাজ নূরে আলম সিদ্দিকী, বাহার চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, তানিম শাহেদ রিপন।সমাবেশে আরও উপস্হিত ছিলেন মোবারক মুন্সী, হেবজুল বারী, এবিএম মোমিনুল হক, জেলা মহিলা দলের নেত্রী শামিমা বাছির স্মৃতি, জসিম উদ্দিন রিপন, মোঃ আলমগীর হোসেন, ছাব্বির খান, মিজানুর রহমান, বুলবুল মুসা , রাশেদ কবির আকন্দ, বায়েজিদ আহমেদ হেলাল, শেখ হাফিজ উল্লাহ, সৈয়দ তৈমুর আজহার হোসেন দিদার প্রমুখ। বক্তারা অবিলম্বে, ইলিয়াস আলীকে খুঁজে বের করা দাবি জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares