কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গন জাগরনের ঢেউ ॥ জনতার মঞ্চ স্থাপন

0 0


সুমন নূর : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, ঢাকার মীরপুরের কসাই খ্যাত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া এখন উত্তাল। ঢাকার শাহবাগের গনজাগরনের ঢেউ এখন ব্রাহ্মণবাড়িয়ায়। গত বৃহস্পতিবার থেকে কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে জেলাবাসী। গত শুক্রবার বিকেলে যুদ্ধারাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ৩দিনব্যাপী জনতার মঞ্চ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে স্থাপিত জনতার মঞ্চ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কুখ্যাত রাজাকার কাদের মোল্লা, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দোলোয়ার হোসেন সাঈদী, আব্দুল আলীমসহ সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ জনতার মঞ্চে এসে একাত্মতা প্রকাশ করেন। মূহু মূহু শ্লোগান, গণসঙ্গীত, আবৃত্তি, আর বক্তৃতায় মুখরিত হয়ে উঠে জনতার মঞ্চ। সভাপতির বক্তব্যে গন জাগরনে জনতার মঞ্চের আহবায়ক  ও পৌর মেয়র  মোঃ হেলাল উদ্দিন বলেন, যুদ্ধাপরাধী  ও মানবতার বিরোধী কুখ্যাত রাজাকার কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত জনতার সংগ্রাম চলবে।  মঞ্চে বক্তারা বলেন, আজকের প্রজন্ম সেই ৭১ এর চেতনায় আবার নতুন করে জেগে উঠেছে। ৭১ এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধ  করার আগপর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.