কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসি দাবিতে,আমরা তরুণ যোদ্ধাদের বিক্ষোভ মিছিল, সমাবেশ
মনিরুজ্জামান পলাশ : কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসি দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে “আমরা তরুণ যোদ্ধা” ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ চত্তর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্তরে সমাবেশ করে। সমাবেশে ছাত্রছাত্রীরা কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসির দাবী জানান। দেশের সকল রাজাকারদের খুঁজে বের করে সমূলে ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করতে সরকারের প্রতি জোর দাবী জানান তারা। সমাবেশ শেষে স্থানীয় পৌর মার্কেট চত্তরে কয়েকদিন ধরে চলা অবস্থান কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে ছাত্রছাত্রীরা সেখানে অবস্থান নেন এবং গণসংগীতে অংশ নেন। |