ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৯ কর্মী আটক, ছাত্রলীগের হরতালের বিরোধী মিছিল

0 0

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর এলাকায় জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন স্থান থেকে পিকেটিংকালে জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দাতিয়ারায় টিভি ভবনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াতের কর্মীরা। তবে শহরের কোথাও তাদের অবস্থান নিতে দেখা যায়নি। শহরজুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে। স্বাভাবিক রয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, শহরের অন্তত ১০টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের ৯ কর্মীকে আটক করা হয়েছে।

এদিকে হরতালের বিপক্ষে সাবেক ছাত্রলীগ সভাপতি হাজী মাহমুদু্ল হক ভূইয়ার নেতৃত্বে  হরতাল বিরোধী মিছিল হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares