ছাত্রছাত্রীরা খেলাধূলায় সম্পৃক্ত থাকলে অপরাধ মূলক কাজ থেকে দূরে থাকতে পারে…মোঃ মনিরুজ্জামান পিপিএম

0 0

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম বলেছেন, পড়াশনার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলাধূলায় সম্পৃক্ত থাকলে মাদকসহ অপরাধ মূলক কাজ থেকে নিজেদের দূরে রাখতে পারে । তিনি মঙ্গলবার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেইম ডেভলপমেন্ট কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল টূর্ণামেন্ট-২০১৩ এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকের ক্রিকেট বিশ্বে বাংলাদেম একটি শক্তিশালী দল। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে সুমান কুড়াচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন লাল হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে ও মাইনুল হোসেন চপল এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সানাউল হক, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কাশেম,কোষাধ্যক্ষ সাফায়েত আলম, সদস্য শফিকুর রহমান, মিজানুর রহমান, মোঃ রুহুল কুদ্দুস (স্কুল ক্রিকেট কো অর্ডিনেটর)প্রমুখ।(খবর বিজ্ঞপ্তির)

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares