সরকারী চাকুরীতে আবেদনের বয়স সীমা বৃদ্ধির দাবিতে, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
প্রতিবেদক : সরকারী চাকুরীতে আবেদনের বয়স সীমা বৃদ্ধির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারন ছাত্র পরিষদ। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে জেলা সাধারণ ছাত্র পরিষদের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম, এ, কাসেম, মনির হোসেন, নাইমুর রহমান, দেলোয়ার হোসেন, জসীম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা সরকারী চাকুরীর আবেদনের বয়স ৩০ থেকে ৩৫শে উন্নীত করার দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে জেলার ৯টি উপজেলার প্রায় শতাধিক ছাত্র অংশ গ্রহণ করে। |