জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0 0

শামীম-উন -বাছির : উৎসব মুখর পরিবেশে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হোসেন ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এম.এ করিম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ১৫৬ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, সম্পাদক প্রশাসন পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট কাজী এখলাছুর রহমান, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে অ্যাডভোকেট মোঃ ইউসুফ কবির (ফারুক), অডিটর পদে অ্যাডভোকেট বিলকিছ সুলতানা খানম (পপি) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান লস্কর (তপু), অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ শামীম আহম্মদ ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান। নির্বাচনে প্রধান নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করেন জেলা বারের প্রবীণ আইনজীবী শাহাদাৎ হোসেন। সহকারি নির্বাচন অফিসার ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও অ্যাডভোকেট সঞ্জিব কুমার দেবনাথ।
উল্লেখ্য অ্যাডভোকেট নাজমুল হোসেন এর আগে পরপর দু’বার সাধারণ সম্পাদক এবং এক বার সভাপতি নির্বাচিত হন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares