জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের মধ্যবর্তী জলাশয় থেকে লাশ উদ্ধার
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের মধ্যবর্তী জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ এ লাশ উদ্ধার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকায় থাকা লোকজন প্রথমে দুর্গন্ধ পায়। পরে তারা পাশের জলাশয়ে লাশটি দেখতে যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
|