চাঁন্দি গ্রাম থেকে ৪১২ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ি আটক

0 1

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-আগরতলা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁন্দি গ্রাম থেকে ৪১২ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা হয়েছে।    
র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপনে সংবাদ পেয়ে তারা চাঁন্দি গ্রামের জারুলতলা এলাকার তারা মিয়ার বাড়ির সামনে জাকির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ির মোটরসইকেলের পেছনে বাঁধা অবস্থায় একটি বস্তা ও তার সহযোগি বাবুল মিয়ার মাথায় বহন করা বস্তা থেকে ৪১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে মোটরসইকেল সহ তাদের আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দেওয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares