বর্ডার বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোকান পাঠ বন্ধ ॥ ব্যবসায়ীদের কর্ম বিরতি

0 1

মনিরুজ্জামান পলাশ //শহরের অন্যতম বাজার বর্ডার বাজারে ও বাজারের ব্যবসায়ী কমিটির সম্পাদক শরীফুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা ও তাকে  হত্যার চেষ্টার প্রতিবাদে রবিবার বাজারের সকল দোকান পাঠ বন্ধ রয়েছে । বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল সমাবেশ করেছে ।

সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃস্টান্ত মূলক শাস্তির দাবীতে বাজারের ব্যবসায়ীরা সকাল থেকে বিক্ষোভ করে । বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সাদেক মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী দুলাল মোল্লা , জাহাঙ্গীর আলম , মোঃ বাছির উদ্দিন , মোঃ মুছা , রফিকুল ইসলাম , হাজী নূর উদ্দিন প্রমুখ ।

বক্তারা এ ঘটনায় দোষীদের দৃস্টান্ত মূলক শাস্তির দাবী জানায় । উল্লেখ্য এক প্রবাসীকের জোরপূর্বক হয়রানীর প্রতিবাদ করায় গত শনিবার রাতে একদল চিহ্নিত সস্ত্রাসী বর্ডার বাজারে হামলা করে এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে । শরীফুল ইসলাম আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে । এ ঘটনার প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান পাঠ বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছে ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares