সূমন নূর।। কাল বৈশাখীর ছোবল গত রাত্রে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদরের উপর দিয়ে বয়ে গেছে। মৌসুমী কাল বৈশাখের ছোবলে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদর হয়ে পড়েছে বিদ্যুত বিহীন । শহরে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। এর।মধ্যে উল্লেখ যোগ্যে হল নিউ মাকেটের পুরানো কৃষ্ণচুড়া।নিউ মাকেটের সৌন্দযের প্রতীক কৃষ্ণচুড়া গাছটি গতকালের কাল বৈশাখীর ছোবলে ভেঙ্গে গেছে।রাত্রী কালীন সময়ে এবং মার্কেট বন্ধ থাকায় জান মালের খুব বেশী ক্ষতি হয়নি। তবে গাছটি মাকেটের উপর ভেঙ্গে পড়ার কারনে বিভিন্ন স্হানে ফাটল ধরেছে । ঝড়ের কারনে বহু জায়গায় নিমানাধীন উচু দালানের নিমান সামগ্রী তথা রড, সীট টিন উড়ে গিয়ে বিভিন্ন বিল্ডিংয়ের ক্ষতি করেছে।