ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ

0 2
সুমন নূর।।বিএনপি নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা গতকাল আজ সকালে  শহরের রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে সমাবেশ করে।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা জিল্লুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু,সিরাজুল ইসলাম,অ্যাডভোকেট হোসনে আরা, মনির হোসেন, ইয়াছিন মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে ইলিয়াস আলীকে তার ড্রাইভারসহ গুম করা হয়েছে। অনতিবিলম্বে তাকে খুঁজে বের করতে হবে। অন্যথায় এর দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারী দেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares