সাংবাদিকদের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো – নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজান

0 0

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সৈয়দ মিজানুর রেজা দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার   এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ জামির পরিচালনায় বিশেষ অতিথি  ছিলেন প্রেসক্লবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি স.ম সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খ. আ.ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান। প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সহকারী সম্পাদক মফিজুর রহমান লিমন, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ আকরাম, সাং¯ৃ‹তিক সম্পাদক নিজাম ইসলাম, কার্যনির্বাহী  কমিটির সদস্য জাবেদ রহিম বিজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য ইব্রাহিম খান সাদাত, আবদুন নূর, এমদাদুল হক , মনির হোসেন। সভায় বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, তার দায়িত্ব পালনকালে সকল সদস্যদের আন্তরিকতায় তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আগামী দিনে প্রেসক্লাবের উন্নয়ন আরও গতিশীল করার আহবান জানান। নব নির্বাচিত সভাপতি সৈয়দ মিজানুর  রেজা সাংবাদিকদের কল্যানে নিবেদিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা চান। সভায় বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন নব নির্বাচিত সভাপতি সৈয়দ মিজানুর রেজাকে বরণ করে  নেন। কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাক রিয়াজ উদ্দিন জামি কার্যকরী কমিটি সহ সকল  সদস্যদের নিয়ে নব-নির্বাচিত সভাপতিকে স্বাগত জানান। তার আগে প্রেস ক্লাবের অকাল প্রয়াত সভাপতি মহিবুর রহমান ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে বিদায়ী সভাপতি আল-আমীন শাহীন সকলকে নিয়ে নবনির্বাচিত সভাপতি সৈয়দ মিজানুর রেজাকে দায়িত্ব অর্পন করেন। অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যবৃন্দ, স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, ইলেকট্রনিক্স  ও প্রিন্ট  মিডিয়া সহ জাতীয় ও স্থানীয় দৈনিক সমুহের সাংবাদিকবৃন্দ , সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

চিত্রে প্রেস ক্লাব


 

 

সব শেষে অনেক অনেক অভিনন্দন brahmanbaria24.com পরিবরের পক্ষ থেকে

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares