সাবেক নারী সাংসদ দিলারা হারুনের দাফন সম্পন্ন

0 4

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সংরক্ষিত (নারী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম দিলারা হারুনের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬বছর। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভোগছিলেন।
গত শনিবার রাতে তার লাশ ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়াস্থ বাসভবনে নিয়ে আসার পর আজ রোববার বাদ জোহর জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার সদর-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক ত্রান প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এডভোকেট হারুন-আল-রশিদ, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান সহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ শেরপুর গোরস্থানে দাফন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares