নন্দনপুরে বাস-সিএনজি সংঘর্ষ : ২ জন নিহত

0 5

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে যাত্রীবাহী বাস ও গ্যাসচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ২ অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সরাইল উপজেলার বুইশ্বর গ্রামের সুফিয়া খাতুন (৪৫) এবং শিশু সোহানা (০৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব  জানান, সরাইল অভিমূখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares