হিউম্যান হলার নামে নতুন পরিবহন অনুমোদন বন্ধ রাখার অনুরোধ

0 2

হিউম্যান হলার রুমে নতুন একটি যাত্রীবাহী পরিবহন অনুমোদন পেলে জেলার লোকাল বাস সার্ভিসের ব্যবস্থা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হবে  বলে মনে করেন জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি শ্রমিকনেতা হাজী জসিম উদ্দিন জমসেদ। এক বিবৃতিতে তিনি বলেন, জেলার বিভিন্ন পরিবহনের চাপ, অপ্রতুল সড়ক ব্যবস্থা, মেরামত বিহীত সড়কের কারণে জেলার পরিবহন সেক্টরের সার্বিক অবস্থা খুবই করুন। তবে তার চাপে নতুন এই হিউম্যান হলার অনুমোদন পেল, তাহা হবে জেলা পরিবহন সেক্টরের জন্য এক মারাত্মক সমস্যা। এছাড়া বর্তমান রুটের অভাব ও দুরবস্থানের জন্য যে হারে সড়ক দূর্ঘটনা ঘটেছে তার সংখ্যা আরো বেড়ে যাবে। তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট হিউম্যান হলার অনুমোদন না দেবার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। (খবর বিজ্ঞপ্তির)
{jcomments on}

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares