৫০ বোতল ফেন্সিডিল সহ ৪ গ্রেফতার

0 2

সুমন নূর ঃ  মঙ্গলবার ব্রাহ্মনবাড়ীয়ার সার্কিট হাউস এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  ওসি রুপক কুমার সাহার নেতৃত্বে এস,আই মফিজ উদ্দিন ভুঁইয়া  তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল হরিপুর এলাকার মৃত হক মিয়ার পুত্র রাসেল মিয়া(২৪), নরসিংদী জেলার সিরাজখানদী এলাকার শহিদ মিয়ার পুত্র রোমান আহমেদ ওরফে ইয়াছিন(২২), জেলার বিজয় নগর থানার মর্জিাপুর গ্রামের আক্তার হোসেন(২৮) এবং একই এলাকার মৃত আব্দুল হেলিম মিয়ার পুত্র জাফর হোসেন (২৬)।  তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের নামে থানায় নিময়িত মামলা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.