বছরের প্রথম ধান কাটা উদ্বোধন

0 2

শামীম উন বাছির । গতকাল সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইল কান্দি বিলে ব্রিধান-২৮ জাতের ধানের নমুনা শস্য কর্তনের মাধ্যমে বছরের প্রথম ধান কাটা উদ্বোধন করা হয়। শিমরাইল কান্দির চাষী মোঃ তাজুল ইসলামের জমিতে ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান বীর প্রতীক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বশির উল্লাহ জরু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম ছিদ্দীকি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক বলাই চন্দ্র দাস, জেলা প্রশিক্ষন অফিসার মোঃ বাছির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সদর রিপন চাকমা, উপজেলা কৃষি অফিসার কে এম বদরুল হক। কৃষি সম্প্রসারন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী এবং শিমরাইল কান্দি গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার শতাধিক চাষীর উপস্থিতিতে অনুষ্ঠিত নমুন শষ্য কর্তনে ব্রিধান-২৮ জাতের ধানের ফসল পাওয়া যায় হেক্টর প্রতি ৬ সেঃ টম।
অনুষ্ঠানে চাষীগন তাদের বিভিন্ন দাবীদাওয়ার বিষয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি চাষীদের কথা মনযোগ দিয়ে শুনেন এবং চাষীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রদান করেন। বক্তব্যে তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনে কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানান। মাননীয় সংসদ সদস্য মহোদয় উপ-পরিচালক ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। জেলা কার্যালয়ে বহুতল ভবন নির্মানে তিনি সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। বৃষ্টি ভেজা সকালে ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহিত করায় প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক বলাই চন্দ্র দাস।
{jcomments on}

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares