সাগর,রুনি হত্যাকারিদের গ্রেফতার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব ও সম্মিলিত সাংবাদিক ফোরামে
মনিরুজ্জামান পলাশ //মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালিত হয়। প্রেসকাব প্রাঙ্গনে আয়োজিত কলম বিরতি কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন শাহীন। এতে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডট কমের ব্যবস্থানা পরিচালক আলী আসিফ গালিব, দৈনিক তিতাস কন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, দীপক চৌধুরী বাপ্পি, উজ্জল চক্রবর্তী, মফিজুর রহমান লিমন, আ ফ ম কাউসার এমরান, আশিকুল ইসলাম, শিহাবউদ্দিন বিপু প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে সাগর,রুনি হত্যাকারিদের গ্রেফতার করে বিচার দাবি করে। পরে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদকষিণ করে তোফায়েল আজ্জম মনু ম্যান্টে এসে শেষ হয় ।
অন্য দিকে ব্রাহ্মণবাড়িয়া সন্মিলিত সাংবাদিক ফোরাম পৌর মার্কেটের সামনে কলম বিরতি পালন করেন। উক্ত সভায় বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গেফতার ও ফাসির দাবী জানান। অন্যথায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া একত্রে আরো কঠিন কর্মসূচি দেওয়ার হুশিয়ারী জানান।