ব্রাহ্মণবাড়িয়ায় গুনীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান

0 1

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া গুণীজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান হয়েছে ।
অনুষ্ঠানে এ বছর অর্থনীতিতে অবদানের জন্য সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান , সংস্কৃতিতে অভিনেতা প্রবীর মিত্র , শিক্ষায় ঢাকা  শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন , ভাস্কর্যে মৃণাল হক এবং সংগীতে ইমন সাহাকে সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য র , আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী ।
সংগঠনের সভাপতি মোঃ আবুল বাসেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান , পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক , বাংলাদেশ হিউম্যান রাইটস ও উন্নয়ন সংগঠক আরমা দত্ত , বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এর পতœী মিলি রহমান , স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও , ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ । সাংবাদিক আল আমীন শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেস্টা ডাঃ আশীষ চক্রবর্তী , সঞ্জিব ভটাচার্য এডঃ মাহবুবুল আলম খোকন ,কবি আবদুল মান্নান সরকার ,  শাহআলম সরকার , হাবিবুর রহমান পারভেজ প্রমুখ ।
সবশেষে শিল্পী  তপন চৌধুরী ও ক্লোজ আপ তারকা বন্দনা সঙ্গীত পরিবেশন করে ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares