ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২॥ আহত ১

0 2

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে  দ্রুতগামী ট্রাক ও সিএনজি টেম্পুর মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মজলিশপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজি টেম্পু  সুহিলপুরের মৌলভীবাড়ি বরাবর আসার পর বিপরীত দিক থেকে সিলেটগামী মালবাহী ট্রাক  এর সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। তারা হলো সদর উপজেলার নাটাই গ্রামের জালাল মিয়ার শিশু কন্যা ইলুরা (৪) ও সিএনজি চালক নন্দনপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে মোঃ হানিফ (২৩)। আশংকাজনক অবস্থায় ইলুরার মা জেসমিন বেগম (৩৫) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ট্রাক ও সিএনজির মুখোমুখী সংঘর্ষের পর কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় অর্ধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares