ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০, ২৫/৩০টি বাড়িঘর ভাংচুর

0 6

প্রতিনিধি॥ গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ৪০জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষকারী ২৫/৩০টি বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামের দক্ষিণ পাড়ার গ্রাম্য সর্দার আনোয়ার মিয়া পূর্বপাড়ার গ্রাম্য সদার্র নসর মিয়া দলের এক সিএনজি ড্রাইভারকে বাজারের চায়ের দোকানে মারধোর করে। এর জের ধরে শনিবার ভোরে ফজর নামাজের পর উভয় পক্ষের কয়েক’শ লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৪০জন আহত হয়। সংঘর্ষকালে দাঙ্গাবাজরা ২৫/৩০টি বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের মধ্যে ৮জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বে সংঘর্ষ থেমে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares