সদর হাসপাতালে চুক্ষু বিভাগে ২টি নতুন যন্ত্র সংযোজন

0 5

অতি সম্প্রতি অষ্টলিয়ান সাহায্য সংস্থা কর্তন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চুক্ষুবিভাগের জন্য বিশেষত: ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও উচ্চ রক্তচাপ জনিত রোগীদের জন্য কালার ফান্ডাস ফটোগ্রাফ এবং ডায়াবেটিক রোগীদের বিশেষভাবে চোখের রেটিনা জনিত সমস্যার জন্য ডাবল ফ্রিকুয়েন্সি ইয়াগ লেজার মেশিন সংযোজিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর অনেক উপকার হবে। উল্লেখ্য যন্ত্র দুইটির মূল্য প্রায় ষাট লক্ষ টাকা। (খবর বিজ্ঞপ্তির)

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares