ব্রাহ্মণবাড়িয়া শহরে স্বর্ণকারকে অপহরনের চেষ্টা :: অস্ত্রসহ যুবক আটক

0 1

Photo0040 (1)ডেস্ক ২৪:: শহরের লাখি বাজারের স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টাকালে বিদেশি পিস্তলসহ নাইম হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে স্হানীয়রা। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান ভুইয়া জানান, সন্ত্রাসী কাজের জন্য তারা এখানে এসেছিলো।

আটককৃত নাইম হোসেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চিরকোট গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়ার হাজী রফিকের বাসার নিচতলায় থাকেন।

ব্যবসায়ীরা জানান, আজ বুধবার দুপুর দেড় টার দিকে শহরের লাখি বাজারের অসিত বনিকের দোকানে কয়েকজন যুবক হবিগঞ্জের দীপক নামে এক গয়নার ব্যবসায়ীর কথা জানতে চায়। দোকানে থাকা কেউই দীপককে চেনেনা বলে জানালে তারা অসিত বনিকে অপহরণের চেষ্টা চালায়। আতংকিত হয়ে অষিৎ বণিক চিৎকার শুরু করেন। এসময় মার্কেটের অন্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। নাইমকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এসময় এটিএসআই শাহাদাৎ তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল আটক করে।ক্ষুদ্ধ ব্যবসায়ীরা এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত তিনটি মোটর সাইকেল ভাংচুর করে।Photo0037-1

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান এ ঘটনায় দ্রুত বিচার আইনে এবং অস্ত্র আইনে দুইটি মামলার কথা নিশ্চিত করছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares