ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সংগীত বিদ্যালয় বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগে জড়িতদের বিচার দাবিতে কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে

0 1

Ctg-1ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সংগীত বিদ্যালয় বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগে জড়িতদের বিচার দাবিতে কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে।

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীদের তাণ্ডব বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সুখকর নয়।

‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, “মৌলবাদী শক্তি হামলা করে এক একটি করে আমাদের দেশের ঐতিহ্য ধ্বংস করছে। তাদের কঠিনভাবে দমন করতে হবে। রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীন দেশে মৌলবাদীদের উগ্র আস্ফালন মেনে নেওয়া যায় না।”

কবি আবুল মোমেন বলেন, যখনই যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে তখনই মৌলবাদী শক্তি তাদের মুখোশ উন্মোচন করছে ধীরে ধীরে।

“ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে হামলার মধ্য দিয়ে গোষ্ঠীটি মুক্তচিন্তার মানুষের কণ্ঠরোধ করতে চাচ্ছে।”

এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, রাশেদ হাসান, সুনীল ধর, উদীচীর জেলা সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, পঞ্চানন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বাছির দুলাল প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares