Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ প্রতিষ্ঠার ৩১ বছর পর নির্মিত হচ্ছে শহীদ মিনার

+100%-

12642459_562192137271014_6349266565927018007_n
ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ প্রতিষ্ঠার ৩১ বছর পর নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার।মহান ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উদ্যোগে ভাষার মাসেই এর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ শহরের পূর্ব মেড্ডা এলাকায় ক্যাম্পাসে শহীদ নির্মাণ কাজের উদ্ধোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা,হুমায়ুন কবীর চৌধুরী,সিনিয়র শিক্ষক আনোয়ার করিম,রোকেয়া বেগম,নাজমা বেগম,এনামুর রশীদ।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু জানান,দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন হিসাবে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি মোকতাদির চৌধুরী এমপির একান্ত উদ্যোগে শহীদ মিনারের কাজ শুরু হয়েছে।আমরা আশা করছি মহান ২১ শে ফেব্রুয়ারিতেই এ শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবো।






0
0Shares