৮ দিন পর ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করে দুঃখ প্রকাশ করলেন হেফাজত নেতারা

0 2

হামলার ৮দিন পর ব্রাহ্মণবাড়িয়া হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেছে হেফাজত নেতারা। হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাজিদুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও ক্লাবের সভাপতি আহত রিয়াজউদ্দিন জামিসহ আহত সাংবাদিকদের সমবেদনা জানাতে সোমবার দুপুরে প্রেসক্লাবের যান। এ সময় তারা হেফাজতের ডাকা হরতাল চলাকালে হামলা ভাংচুরের নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকান্ডেরও নিন্দা জানান। এ সময় তারা ভিডিও ফুটেজ দেখে এসব ভাংচুরের সাথে জড়িতদের সনাক্তের পাশাপাশি হত্যাকান্ডের উস্কানীদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান। সেসাথে কোন নিরপরাধ লোক যেন হয়রাণির শিকার না হয় সেজন্য তিনি সংশ্লিষ্টদের লক্ষ্য রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মুফতী মাওলানা মোবারক উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares