২-৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে অদ্বৈত মেলা-২০১৬॥উদ্ধোধক উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

0 2

odito mollo bormon

অমর কথাশিল্পি অদ্বৈত মল্লবর্মণের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয়বারের মতো অদ্বৈত মেলা আগামী ২-৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ২ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় মেলার উদ্ধোধন করবেন বিশিষ্ট লেখক,বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।৩ দিনের কর্মসূচীতে থাকবে আলোচনা,আবৃত্তি-ছবি আঁকা-রচনা লিখন-লোকগান-লোকনাচ প্রতিযোগীতা,কবি সম্মেলন,আবৃত্তি অনুষ্ঠান,লোকগান,লোকনাচের আসর,অদ্বৈত সম্মাননা প্রদান,পুরস্কার বিতরণ।এবারের মেলায় অদ্বৈত সম্মাননা প্রদান করা হবে ত্রিপুরার গণমানুষের কবি ও অদ্বৈত গবেষক দিলীপ দাস।এ পর্বে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares