১৭ মার্চ জাতির জনকের জন্মদিন উদযাপনে জেলা আওয়ামীলীগের সভায় কর্মসূচী গ্রহন

0 2

sekh mojib
আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা করবে জেলা আওয়ামীলীগ।এদিন বিকাল ৪ টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ সভায় জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জেলা আওয়ামীলীগের এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র মো.হেলাল উদ্দিন।শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি এড.নূর মোহাম্মদ জামাল,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,ত্রাণ পুনর্বাসন সম্পাদক শেখ মো.আনার,আইন সম্পাদক এড.তাজুল ইসলাম খান,মুক্তিযুদ্ধ সম্পাদক আলী আকবর,শিল্প বানিজ্য সম্পাদক হাজি শাহ আলম,শ্রম সম্পাদক শেখ মো.মহসিন,মহিলা সম্পাদক মমতাজ বাশার,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যাম মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,কার্যকরী সদস্য শাহ আলম(আলম),হাজি শাহ আলম,ফারুক আহমেদ,খোকন আচার্য সেলিম মিয়া,জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ,সাধারন সম্পাদক মালেক চৌধুরী,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,যুব মহিলালীগ সভাপতি রাবেয়া খাতুন,সাধারন সম্পাদক আলম তারা দুলি,ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।এছাড়া সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।১৭ মার্চ বিকালে শহরের প্রথ্রেক ওয়ার্ড থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares