হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

0 1

বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার শহরের মেড্ডাস্থ ইপিআই ভবনের সভা কক্ষে জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈনুদ্দিনের পরিচালনায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ৯ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারী মোঃ আবদুল্লাহ। গীত পাঠ করেন স্বাস্থ্য সহকারী রাজিব চন্দ্র দাস। সভার শুরুতেই জেলা সভাপতি কেন্দ্রীয় সকল কর্মকান্ড এবং আগামীতে কী করণীয় তা নিয়ে বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আইন সম্পাদক কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে আরো কিছু বক্তব্য উপস্থাপন করেন। পরে বেশ কয়েকটি উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ মোহাম্মদ খান এনাম, আখাউড়া উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন বাবুল, সরাইল উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবেদুল হক, সদর উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ খন্দকার, নাসিরনগর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক এখলাছুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক নাজির আহমেদ, মোঃ বিল্লাল সরকার, কসবা উপজেলার সভাপতি মোঃ জামাল, সাংগঠনিক সম্পাদক শাহিন রনি, আখাউড়া উপজেলার সভাপতি সালাাহ্ উদ্দিন, বিজয়নগর উপজেলার সভাপতি মোঃ আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মোঃ ইকবাল হোসেন মোল্লা, সরাইল উপজেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, নাসিরনগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাসুক, জেলা নেতা আলী আকরাম স্বপন, বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি কামাল উদ্দিন, নবীনগর উপজেলার সভাপতি রকিব আহমেদ খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ , মোহাম্মদ ইলিয়াস জাবেদ, আশুগঞ্জ উপজেলার সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সকলের মাঠভাতা বৃদ্ধি করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে তাদের নেতৃত্বে যে কোন কর্মসূচী জেলা কমিটির মাধ্যমে প্রত্যেক উপজেলায় তা পালন করা হবে এবং চট্টগ্রাম বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেন। বক্তারা আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে স্বাস্থ্য সহকারীদের প্রাণের দাবী ট্যাকনিক্যাল পদমর্যাদা আদায় করার লক্ষ্যে একযুগে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।প্রেস বিজ্ঞপ্তি

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares