হিজরার ঘর থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার

0 2

1447486905_43021_1ডেস্ক ২৪:: রামরাইলে হিজরার ঘর থেকে আজিম তালুকদার(২৮) নামে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত আজিম তালুকদার সুলতানপুর দক্ষিণ পাড়া এলাকার রহিছ তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই মো. বাসির তালুকদার জানান, শুক্রবার রাতে ২ লাখ টাকা নিয়ে আজিম বাড়ি থেকে সৌদি আরবের ভিসা করার জন্য আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় যায়। পরে রাতে অনেক খোজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পরিবারের লোকজন অস্থির হয়ে পরে। সকালে আজিমের ফুফু জোবেদাকে সানি হিজরা ফোন করে তার ভাইয়ের ছেলে আজিমের লাশ নিয়ে যেতে বলে। পরে তার পরিবারের লোকজন শহরের রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসা সানি হিজরার ঘরে এসে নিহতের লাশ সনাক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে সানি হিজরা পলাতক রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares