হাফিজুর রহমান মোল্লা কচির পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান :: মুশফিকুর রহমান

0 2

news pic (1)

বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির মৌড়াইলস্থ বাসভবনে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কসবা আখাউড়ার সাবেক সাংসদ মুশফিকুর রহমান আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি এড. মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক যুগ্ম সম্পাদক হেফজুল বারী, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকি, জসীম উদ্দিন রিপন, জহিরুল ইসলাম লিটন, এড. আলী আজম, শামীমা বাছির স্মৃতি, আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদল আহ্বায়ক হাজী মনির হোসেন, সদর উপজেলা যুবদল আহ্বায়ক এড. আব্দুর রহিম গোলাপ, পৌর যুবদলের আহ্বায়ক তানিম শাহেদ রিপন, সদস্য সচিব এড. আরিফুল হক মাসুদ, এড. ইসমত আরা, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুগ্ম সম্পাদক আজহার হোসেন চৌধুরী দিদার, অথৈ মোল্লা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশিকুল ইসলাম সুমন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ২০শে মার্চ অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। বিএনপির সাহসী নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে নির্বাচনী মাঠ থেকে বিএনপির নেতাকর্মীদের দূরে রেখে আওয়ামীলীগের পক্ষে খালি মাঠে গোল দেওয়ার যে চেষ্টা করছে পুলিশ প্রশাসন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে ১১ ও ১২ ই জানুয়ারী মাদ্রাসা ছাত্র, পুলিশ ও আওয়ামীলীগের ত্রিমূখী সংঘর্ষের ফরমায়েশী মামলার আসামী করার তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares