স্মৃতি সৌধে ফুল দিতে যাওয়ার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
সোমবার সকাল ৮ টার দিকে স্মৃতি সৌধে ফুল দিতে যাওয়ার সময় শহরের জেলা পরিষদের মার্কেটের পিছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুর হক খোকন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সেন্টু (৩৫) ও সহ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (৫৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের জেলা পরিষদের মার্কেটের পিছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে, গ্রেফতারের প্রতিবাদে সকাল ৯ টার দিকে পাওয়ার হাউজ রোডে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এসময় তারা আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।