স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশিদুল হোসেন মারা গেছেন, উত্তর মোড়াইলে জানাজা শেষে দাফন

0 1

Rashidul_Hossain

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদুল হোসেন।

পরে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাঁর মরদেহে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোড়াইলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন রাশেদুল হোসেন। বেশ কয়েক দিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে তাঁরা মৃতের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares